সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন বিখ্যাত শীতল পাটি প্রস্তুতকারক ঝাঐল গ্রাম । বিশ্ব রোড সংলগ্ন ঝাঐল ওভারব্রীজের উত্তর পারে ঝাঐল ইউপি কার্য্যালয় অবস্থিত ।কাল পরিক্রমায় আজ ঝাঐল ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ২নং ঝাঐল ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –২১.১৩ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা –৩৩১৬৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২১টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৯টি।
চ) হাট/বাজার সংখ্যা -৪টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ ভ্যান।
জ) শিক্ষার হার – ৪৫.২৮। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
মাদ্রাসা- ৪টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মো: আব্দুল আওয়াল সরকার
ঞ) ধর্মীয় স্থান- ৩৫ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯২৬ইং
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৪/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ২৫/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
কোনবাড়ী স্বল্পমাহমুদপুর জয়েনবড়ধুল
খামারবড়ধুল কাশিয়াহাটা চরবড়ধুল
ময়নাকান্দি চালা চকশাহবাজপুর
নয়াচালা ভারাঙ্গা ঝাঐল
মামুদাকোলা চাঁদপুর বাগবাড়ী
বালুকোল তেঘরী শালদাইর
শান্ডালপাড়া পাইকশা লাইড়ীবাড়ী
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস